Sunday, 8 December 2013

রাজনীতি

আমরা স্বাধীনটার ৪২ বছর পর ও সভ্য জাতি হিসাবে পরিচিত হতে পারি না ।   আমরা ক্ষমতার জন্য  নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারি না । আজ আমাদের নিয়ে ভারত ,আমেরিকা , জাতিসংঘ্য ইত্যাদি দেশ এসে টানা হিঁচড়া করিতেছে । এই জন্যই কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল ।? বন্দুরা সবাইর মতামত কি জানাবেন ?

ফিরোজ আহমেদ । চান্দিনা

Wednesday, 20 November 2013

আমরা শান্তি চাই ।

আমরা বর্তমানে কঠিন সময় পার করিতেছি । কেহ ক্ষমতা ধরে রাখার জন্য, আবার কেহ ক্ষমতায় যাওয়ার জন্য । হরতাল ,জ্বালাও পোড়াও ,পুলিশী অ্যাকশান ইত্যাদি । যার কোনটাই আমরা সাধারণ জনগণ পছন্দ করিনা । আমরা চাই নিবন্দিত সকল  দল মিলে একটা সংলাপ করে চিরস্থায়ী একটা সমাধান করা হোক ।আমরা দেশে শান্তি চাই । আর এই শান্তির জন্য সরকারকেই চার দিতে হবে ।

Friday, 15 November 2013

স্বাধীনতা কি দিয়াছে আমাদের ?


আমাদের দেশের এই লাল সবুজের পতাকার জন্য ৩০ লক্ষ শহীদ প্রাণ দিয়া ছিল ,৪২ বৎসর পর আমরা এই পতাকার সম্মান কত টুকু রাখতে পেরেছি । সরকার বলেন আর বিরুধী দল বলেন সবাই শুধু ক্ষমতার জন্য লড়াই করে । বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র নাই বললেই চলে ।আমাদের মত সাধারন জনগণ শুধু চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নাই । 

Wednesday, 30 October 2013

আমরা জিতেছি


বাংলাদেশ ৪৩ রানে জিতেছে প্রতিপক্ষ নিউজিল্যান্ড । আমরা বাংলাদেশ টীম কে অনেক অনেক ধন্যবাদ জানাই ।

Tuesday, 22 October 2013

মামার বাড়ী

বন্দুরা,মামার বাড়ী এই শব্দটা সকলেরই পরিচিত শব্দ । শিশু কালে মামার বাড়িতে যাওয়ার জন্য কত কান্নাকাটি করেছিলাম। ছোট কালের মামার বাড়ী আর বর্তমান মামার বাড়ীর কোন অভিজ্ঞতা থাকলে বলতে পারেন ।

Sunday, 13 October 2013

ঈদ মোবারক Eid mobarak


                                       ঈদ মোবারক                             ঈদ মোবারক 



বন্দুরা কেমন আছেন সবাই ,আশা করি আপনারা সবাই ভাল আছেন ।এক বছর পরে আমাদের 
মাঝে আবার ফিরে এলো পবিত্র ঈদুল আযহা । আমার পক্ষ থেকে সকল বন্দুদের পবিত্র ঈদের শুভেচ্ছা । সকলের  ঈদ কাটুক অতি আনন্দের সহিত । আবারও সকল কে জানাই ঈদ মোবারক । ভাল থাকবেন সবাই । আল্লাহ হাফেজ ।

Saturday, 28 September 2013

শৈশবকাল

মনে পরে যায় সেই ছোটবেলার কথা গুলো ,গোল্লাছুট ,দারিয়াবান্দা, ডাংগুলি ,ইত্যাদি খেলা গুলি ছোটবেলায় খেলেছিলাম । 

Thursday, 12 September 2013

nice car


ছোট বেলায় এই গাড়িটিতে অনেক ছড়েছি ।

Monday, 2 September 2013

village life গ্রামের জীবন



মনে পরে যায় সেই ছোটবেলার কথা গুলো

Saturday, 31 August 2013

Thursday, 29 August 2013

মদিনা শারিফ

আজ শুক্রবার জুমার নামাজ পড়ার  জন্য তৈরি হন।

Tuesday, 27 August 2013

tea garden


dhormo shagor comilla

dhormo sagor comilla


village nice


me

আমি ফিরোজ আহমেদ ।গ্রাম ধেরেরা ।পোস্টঃ জোয়াগ বাজার ।থানা চান্দিনা ।জেলা কুমিল্লা । বাংলাদেশ ।